প্রথমবারের মতো বিলিয়নিয়ার সম্পদধারীদের ক্লাবে প্রবেশ করলেন বলিউড তারকা শাহরুখ খান। এর মধ্য দিয়ে বিশ্বের অন্যতম ধনী অভিনেতা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করলেন তিনি।
হারুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার। ৫৯ বছর বয়সী এই অভিনেতা এর মাধ্যমে বিশ্বসেরা ধনীদের কাতারে প্রবেশ করেছেন, যেখানে আছেন আর্নল্ড শোয়ার্জনেগার, পপ তারকা রিহানা, গলফার টাইগার উডস এবং গায়িকা টেলর সুইফট। ফোর্বসের হিসাবে এদের সম্পদের পরিমাণ প্রায় ১.৬ বিলিয়ন ডলার।
তালিকায় আরও রয়েছেন বলিউডের জুহি চাওলা, হৃতিক রোশন, অমিতাভ বচ্চন এবং পরিচালক করণ জোহর।
তিন দশকেরও বেশি সময় ধরে হিন্দি চলচ্চিত্র জগতে রাজত্ব করছেন শাহরুখ খান। অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনা ও প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং জনপ্রিয় ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্স-এর মালিকানার অংশীদার।
হুরুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক আনাস রহমান জুনায়েদ বিবিসিকে জানান, শাহরুখ খানের সম্পদ বৃদ্ধির মূল কারণ হলো রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং নাইট রাইডার স্পোর্টস ক্লাবে তার অংশীদারিত্ব। এছাড়াও চলচ্চিত্র আয়, বিজ্ঞাপন এবং বিশ্বজুড়ে রিয়েল এস্টেট বিনিয়োগ তার সম্পদ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।