সিলেটে বিভিন্ন এলাকায় জরুরি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিডিওবি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ কেভি নয়াসড়ক ফিডারের আওতায় কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুতখানা, জেল রোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় এবং সংলগ্ন এলাকা আজ সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ পাবে না। একই সঙ্গে ১১ কেভি নাইওরপুল ফিডারের আওতাধীন কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদিঘীর উত্তরপার, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহী ঈদগাহ ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিডিওবি জানিয়েছে, রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ দ্রুত শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ পুনরায় সরবরাহ করা হবে। এই কাজের উদ্দেশ্য হলো বিদ্যুৎ সরবরাহের মানোন্নয়ন এবং ভবিষ্যতে অনিয়মিত বিদ্যুৎ বিচ্ছিন্নতা কমানো।
গ্রাহকদের অসুবিধা কমানোর জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষ ইতিমধ্যেই স্থানীয়ভাবে সতর্কতা জারি করেছে। সংস্থার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, সচেতন থাকার মাধ্যমে বাসিন্দারা নিজ নিজ প্রস্তুতি নিতে পারবে। এবারের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সিলেটের গুরুত্বপূর্ণ ফিডারগুলোতে বিদ্যুৎ সরবরাহের স্থায়িত্ব ও নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।