Ridge Bangla

জুনিয়র বৃত্তি পরীক্ষার নিয়মাবলি প্রকাশ করল শিক্ষাবোর্ড

২০২৫ সালের অষ্টম শ্রেণির (জুনিয়র বৃত্তি) পরীক্ষার জন্য প্রয়োজনীয় নিয়মাবলি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ, ফরম পূরণ, ফি জমাদান ও পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজনসহ বিস্তারিত নির্দেশনা প্রকাশিত হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ১২ অক্টোবরের মধ্যে বিদ্যালয়গুলোকে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ করতে হবে এবং ১৩ অক্টোবর থেকে শুরু হবে অনলাইনে ফরম পূরণ।

পরীক্ষার ফি বাবদ প্রতি শিক্ষার্থীকে ৪০০ টাকা দিতে হবে, যা অনলাইনে অথবা সোনালী সেবার মাধ্যমে ১৯ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। ফরম পূরণের পর পরীক্ষা কেন্দ্র নির্ধারিত হলে প্রতিটি শিক্ষার্থীর জন্য ২০০ টাকা কেন্দ্র ফি কেন্দ্র সচিবকে প্রদান করতে হবে।

এবার বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে পরীক্ষা গ্রহণের সুযোগ থাকবে। তবে ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের তথ্যসহ তালিকা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ১৫ অক্টোবরের মধ্যে পরীক্ষার নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তালিকা না দিলে ওই প্রতিষ্ঠানে ইংরেজি ভার্সনে পরীক্ষা নেওয়া যাবে না। এতে শিক্ষার্থীদের কোনো অসুবিধা হলে প্রতিষ্ঠান প্রধানকেই দায় নিতে হবে।

কোনো অবস্থাতেই একটি প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন করা শিক্ষার্থী অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষা দিতে পারবে না। তবে বাবা-মা বা অভিভাবকের বদলিজনিত কারণে নিয়ম মেনে প্রতিষ্ঠান পরিবর্তন করলে পরীক্ষায় অংশ নেওয়া যাবে।

পরীক্ষাটি ৫টি বিষয়ে অনুষ্ঠিত হবে। বাংলা (১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯) বিষয়ে ১০০ নম্বর করে এবং বিজ্ঞান (১২৭), বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ে ৫০ নম্বর করে পরীক্ষা হবে। ফরম পূরণ স্থগিত বা সময় বাড়ানো ব্যাপারে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৪

আরো পড়ুন