Ridge Bangla

টেকনাফে কোস্টগার্ড–নৌবাহিনীর যৌথ অভিযানে নারী-শিশুসহ ২১ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপকূলে মানবপাচারের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।

বাহারছড়ার করাচিপাড়া এলাকায় পাচারকারীদের আস্তানায় আটকা অবস্থায় তাদের পাওয়া যায়। বুধবার (১ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই যৌথ অভিযান চালানো হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, পাচারকারীরা সাগরপথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে ওইসব মানুষকে জড়ো করেছিল।

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দালাল চক্র পালিয়ে যায়। মানবপাচার প্রতিরোধে নজরদারি সহ নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন