Ridge Bangla

৫ দিনের সরকারি সফরে তুরস্কে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে গেছেন। বুধবার (১ অক্টোবর) তিনি ঢাকা থেকে যাত্রা করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

আইএসপিআর জানায়, তুরস্কের বিমান বাহিনী প্রধানের আমন্ত্রণে তিনি ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশটি সফর করবেন। সফরকালে তিনি তুরস্ক বিমান বাহিনীর কমান্ডার, প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

এছাড়া এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানসমূহ, বিশেষ করে তার্কিস এরোস্পেস ইন্ডাস্ট্রিজসহ সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জাম উৎপাদনকারী সংস্থাগুলো পরিদর্শন করবেন।

সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে এবং পেশাগত ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

সরকারি সফর শেষে বিমান বাহিনী প্রধান আগামী ৬ অক্টোবর দেশে ফিরবেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন