বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে গেছেন। বুধবার (১ অক্টোবর) তিনি ঢাকা থেকে যাত্রা করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
আইএসপিআর জানায়, তুরস্কের বিমান বাহিনী প্রধানের আমন্ত্রণে তিনি ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশটি সফর করবেন। সফরকালে তিনি তুরস্ক বিমান বাহিনীর কমান্ডার, প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
এছাড়া এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানসমূহ, বিশেষ করে তার্কিস এরোস্পেস ইন্ডাস্ট্রিজসহ সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জাম উৎপাদনকারী সংস্থাগুলো পরিদর্শন করবেন।
সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে এবং পেশাগত ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
সরকারি সফর শেষে বিমান বাহিনী প্রধান আগামী ৬ অক্টোবর দেশে ফিরবেন।