Ridge Bangla

সৃজিতের সঙ্গে প্রেমের গুঞ্জনে সুস্মিতা: কে এই অভিনেত্রী?

টলিউডের আলোচিত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন আবারও চর্চায়। সম্প্রতি যে নামটি সবচেয়ে বেশি ঘুরছে তা হলো সুস্মিতা চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, তার সঙ্গে সৃজিতের বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে।

প্রশ্ন উঠছে—কে এই সুস্মিতা? আসলে টলিউডের নতুন প্রজন্মের একজন অভিনেত্রী তিনি। সিনেমায় যাত্রা শুরু করেছিলেন ‘প্রেমটেম’ দিয়ে। এরপর একে একে বাণিজ্যিক ও ভিন্নধর্মী ছবিতে অভিনয় করে ধীরে ধীরে পরিচিতি পান। এখনো ক্যারিয়ারের শুরুর পথে থাকলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের অবস্থান মজবুত করার চেষ্টা করছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা জানিয়েছেন, আপাতত কাজই তাঁর একমাত্র অগ্রাধিকার। তাঁর ভাষায়, “আমি এখনই প্রেম করছি না। অভিনয় আর কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাই।”

তাহলে গুঞ্জনের সূত্রপাত কোথায়? আসলে পুরীতে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার শুটিং চলাকালে সৃজিত ও সুস্মিতাকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। তাঁদের একটি সেলফি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই জল্পনা তুঙ্গে ওঠে। যদিও সুস্মিতা দাবি করেছেন, “একটা বন্ধুত্ব যদি আমাকে সমৃদ্ধ করে, সেটা আড়াল করার কিছু নেই।” তবে তিনি একইসঙ্গে বলেছেন, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনায় তিনি আগ্রহী নন।

অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায় এ বিষয়ে নীরব রয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর গতিবিধি, কিছু পার্টিতে একসঙ্গে উপস্থিতি এবং ঘনিষ্ঠ মহলের দাবি তাদের সম্পর্ক হয়তো কেবল বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন