রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বোটঘাট এলাকায় এক নারীকে মারধর করে ও টাকা-স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় কিশোর গ্যাং ‘পাটালী গ্রুপ’-এর চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন, সম্রাট (২৫), শিপন (২৭), বাদশা (২৭) ও রাসেল (২৫)। এদের মধ্যে সম্রাট “পুলিশের ওপর হামলা” মামলার আসামি।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ওই গ্যাংয়ের তিন সদস্য দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে শিরিন বেগম নামে এক নারীকে মারধর করে তার কাছ থেকে এক লাখ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ঘটনার পর ভুক্তভোগী থানায় মামলা করেন।
মোহাম্মদপুর থানার এসআই খোরশেদ আলম জানান, গ্রেপ্তারকৃতরা সবাই কিশোর গ্যাং পাটালী গ্রুপের সক্রিয় সদস্য। তাদের মধ্যে বাদশা বোটঘাট এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া তিনজনের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি ও হামলার একাধিক মামলা রয়েছে।