উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৪–২৫ মৌসুমের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ (১৫ এপ্রিল) রাতে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১টায় সিগনাল ইদুনা পার্কে ম্যাচটি শুরু হবে।
প্রথম লেগে ৪-০ গোলের বিশাল জয় নিয়ে অনেকটাই নির্ভার বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। অন্যদিকে মিরাকল ছাড়া আর কোনো পথ খোলা নেই ডর্টমুন্ডের সামনে। ঘরের মাঠে তারা চমকে দিতে চায় ইউরোপের অন্যতম সফল ক্লাব বার্সাকে।
বার্সার জন্য সুসংবাদ হলো, ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন দানি ওলমো। ফিট হয়ে দ্বিতীয় লেগে খেলতে প্রস্তুত তিনি, যা কোচ ফ্লিকের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
ট্রেবল নয়, কোয়াড্রপলের স্বপ্নে বার্সা!
চলতি মৌসুমে লা লিগা, কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগ—সব টুর্নামেন্টেই দারুণ ছন্দে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে উঠতে পারলে কোয়াড্রপলের পথে এক ধাপ এগোবে তারা।
পরিসংখ্যানও বার্সার পক্ষে। ইউসিএলে এর আগে প্রথম লেগে ৪-০ ব্যবধানে জিতে যাওয়া ১৬০ ম্যাচের মধ্যে ১৫৯টিতেই দলগুলো দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। একমাত্র ব্যতিক্রম ঘটেছিল ২০১৮–১৯ মৌসুমে, যখন বার্সা নিজেরাই লিভারপুলের বিপক্ষে ৪-০ ব্যবধান হারিয়েছিল দ্বিতীয় লেগে।
ডর্টমুন্ডের জন্য এক অসম্ভব সমীকরণ
গত মৌসুমের ফাইনালিস্ট ডর্টমুন্ড এবার হোঁচট খেয়েছে অনেক আগেই। কোচ নিকো কোভাচের শিষ্যদের জন্য এটা বাঁচা-মরার লড়াই। তাদের ইতিহাসও খুব একটা আশাব্যঞ্জক নয়। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে চার ম্যাচে একটিতেও জয় পায়নি তারা। তিনটি ম্যাচে হেরেছে, একটি হয়েছে ড্র।
সিগনাল ইদুনা পার্কে বরুশিয়া ডর্টমুন্ডের সামনে আজ রাতেই নিজেদের প্রমাণের বড় চ্যালেঞ্জ। ফলাফল যাই হোক, ইউরোপীয় ফুটবলের সেরা মঞ্চে আরেকটি উত্তেজনাপূর্ণ রাত অপেক্ষা করছে।