Ridge Bangla

স্কটিশদের হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার আরও কাছে বাংলাদেশ

টানা দুই ম্যাচ জয়ের পর আজ তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে বাংলার বাঘিনীরা।

ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক নিগার সুলতানা আরও একবার আলো ছড়ালেন। আগের দুই ম্যাচে ১০১ ও ৫১ রানের ইনিংস খেলা নিগার আজ খেলেন অপরাজিত ৮৩ রানের দুর্দান্ত ইনিংস। তার আগে ফারজানা হক ও শারমিন আক্তার তুলে নেন হাফ সেঞ্চুরি। এই তিন ব্যাটারের দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৬ রান সংগ্রহ করে বাংলাদেশ, যা নারী দলের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে ছিল স্কটল্যান্ড। নাহিদা, রাবেয়া ও জান্নাতুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কটিশ নারীরা নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৪২ রানেই থেমে যায়। ফলে ৩৪ রানের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ে বাছাইপর্বে তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ নারী দল। সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় পাকিস্তান রয়েছে দুই নম্বরে।

আগামী বৃহস্পতিবার নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে নিগার বাহিনী। সেই ম্যাচে জয় পেলেই নিশ্চিত হবে সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী বিশ্বকাপের ত্রয়োদশ আসরের টিকিট।

আরো পড়ুন