Ridge Bangla

খোলামেলা মন্তব্যে বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী মেমুনা কুদ্দুস

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মেমুনা কুদ্দুস সম্প্রতি এক পডকাস্টে করা খোলামেলা মন্তব্যের কারণে বিতর্কের মুখে পড়েছেন। পডকাস্টে তিনি দাবি করেন, “পাকিস্তানের অন্যান্য শহরের তুলনায় লাহোরে সমকামিতার প্রবণতা সবচেয়ে বেশি, বিশেষ করে বিনোদন জগতে।” তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিনোদন জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

মেমুনা বলেন, “করাচিতেও সমকামিতা রয়েছে, তবে লাহোরে এটি অনেক বেশি প্রকাশ্যে ঘটে। সেখানে খোলামেলা পার্টি হয় এবং এসব কার্যকলাপ প্রকাশ্যে চলে। এটি ব্যক্তিগত বিষয় হিসেবে সীমাবদ্ধ থাকা উচিত, প্রকাশ্যে আলোচনা বা প্রদর্শনের বিষয় নয়।”

লাহোরের শোবিজ ইন্ডাস্ট্রিকে তিনি “নোংরা” হিসেবে অভিহিত করেছেন। তিনি আরও বলেছেন, “লাহোরের মানুষ নৈতিক বিচারে দুর্বল। অনেকেই প্রকৃতপক্ষে ধনী নন, তবু তারা নিজেদের লাখপতি বা কোটিপতি হিসেবে উপস্থাপন করে।” অপরদিকে, করাচিকে তিনি পেশাদার শহর হিসেবে উল্লেখ করেছেন। মেমুনা বলেন, “করাচিতে সম্পর্কগুলো অনেক সময় চুক্তির মতো হয়। প্রত্যাশাগুলো স্পষ্ট থাকে, এবং ব্যক্তিগত প্রস্তাব প্রত্যাখ্যান করলে তা সেখানেই শেষ।”

মেমুনার এসব মন্তব্য সামাজিক ও ধর্মীয় বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একই পডকাস্টে শিয়া সম্প্রদায় সম্পর্কিত মন্তব্যও সমালোচনার জন্ম দিয়েছে। বিতর্কের পর অভিনেত্রী ও চ্যানেল কর্তৃপক্ষ উভয়ই ক্ষমা চেয়েছেন।

মেমুনা কুদ্দুস ইসলামাবাদে জন্মগ্রহণ করেন এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। করাচিতে পাড়ি জমানোর আগে পাকিস্তান টেলিভিশনে ইন্টার্ন হিসেবে কাজ করেন। ২০১৬ সালে মডেলিং শুরু করে, ২০১৭ সালে নাটক ‘চাইয়ে থোড়া প্যায়ার’-এ ‘সাবা’ চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে ‘মোহাব্বত জিন্দেগি’ ধারাবাহিকে একই চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন। ৩০ বছর বয়সী এই শিল্পী হিসেবে খ্যাতি ও বিতর্ক উভয়কেই সমানভাবে অনুভব করছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন