Ridge Bangla

গাজামুখী ফ্লোটিলায় ইসরায়েলি হামলা, প্রায় ২০০ কর্মী আটক

অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরায়েলি নৌবাহিনী অভিযান চালিয়েছে। এতে প্রায় ২০০ মানবাধিকার কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। আটককৃতদের মধ্যে আছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২ অক্টোবর) একাধিক আন্তর্জাতিক সূত্রের বরাতে জানা গেছে, গত কয়েক ঘণ্টায় ফ্লোটিলার অন্তত ১৩টি নৌযানে ইসরায়েলি বাহিনী থেমে তল্লাশি চালিয়েছে। এরপর সেসব নৌযান থেকে কর্মী ও আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হয়। আটক হওয়া ব্যক্তিদের পরিচয় বা তাদের অবস্থান সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইসরায়েল।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের উদ্যোগে গঠিত হয়। এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল গাজার দীর্ঘদিনের নৌ অবরোধ ভেঙে খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া। অংশগ্রহণকারীদের দাবি, তারা কেবল মানবিক সাহায্য নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ইসরায়েলি বাহিনী এটিকে নিরাপত্তা হুমকি আখ্যা দিয়ে অভিযান চালায়। ঘটনার পর ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, আন্তর্জাতিক জলসীমায় এই আটক অভিযান আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

প্রসঙ্গত, গাজার ওপর ইসরায়েলের নৌ অবরোধ বহু বছর ধরে চলমান। এর ফলে সেখানে খাদ্য, ওষুধ ও জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। মানবিক সংকট মোকাবিলায় এর আগে একাধিক আন্তর্জাতিক ফ্লোটিলা গাজায় প্রবেশের চেষ্টা করলেও বেশিরভাগ ক্ষেত্রেই ইসরায়েলের বাধার মুখে পড়ে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন