Ridge Bangla

ঈশ্বরদী-চারঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

পাবনার ঈশ্বরদী-চারঘাট আঞ্চলিক মহাসড়কের মুনছুর ফিলিং স্টেশন এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র দিব্য কুণ্ড (২৩) নিহত হয়েছেন। তিনি উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া গ্রামের ব্যবসায়ী পীযুষ কুণ্ডুর ছেলে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, সংঘর্ষের পর তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দিব্য কুণ্ডের লাশ উদ্ধার করে। ঈশ্বরদী ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম বাপ্পী বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে বডিব্যাগে ভরে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। দুর্ঘটনায় অন্য কোনো ব্যক্তি আহত হননি।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার সময় মোটরসাইকেল ও বাইসাইকেল উভয়ই সড়কে ছিল এবং মুখোমুখি সংঘর্ষের কারণে মুহূর্তের মধ্যে দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাথে স্থানীয়রা দ্রুত যোগাযোগ না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় শিক্ষার্থীরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। স্থানীয়রা আরও সতর্ক থাকার পাশাপাশি সড়কে নিরাপদ চলাচলের আহ্বান জানিয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন