বাছাইপর্বে দাপট দেখিয়ে টানা চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল নামিবিয়া। আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্রথম সেমিফাইনালে তানজানিয়াকে তারা ৬৩ রানে হারিয়েছে। তাতেই এসেছে বিশ্বকাপে খেলার সুযোগ।
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ১৬তম দল হিসাবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া। আফ্রিকা অঞ্চলের কোয়ালিফায়ারের সেমিফাইনালে তানজানিয়াকে হারিয়ে ফাইনালে উঠে বিশ্বকাপ খেলা নিশ্চিত করল দক্ষিণ-পশ্চিম আফ্রিকার এই দেশটি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে প্রথমে ব্যাট করে নামিবিয়া নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। জবাবে তানজানিয়া পুরো ২০ ওভার খেললেও ৮ উইকেটে মাত্র ১১১ রানের বেশি করতে পারেনি।
২০২১, ২০২২ ও ২০২৪ সালের পর আবারও বিশ্বকাপ খেলবে নামিবিয়া। অর্থাৎ, টানা চারবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে তারা। আরও তিনটি দেশ এশিয়া-প্যাসিফিক যোগ্যতা অর্জনপর্ব খেলে সুযোগ পাবে।
আফ্রিকা মহাদেশ থেকে এই দুই দল ছাড়াও গত বিশ্বকাপের ফলের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপে খেলবে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক হিসেবে ভারত ও শ্রীলঙ্কা সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করে। এছাড়া গত আসরের সুপার এইটে খেলা সাত দল—বাংলাদেশ, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রও সরাসরি বিশ্বকাপে জায়গা পায়।
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে এসেছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। আমেরিকা অঞ্চল থেকে কানাডা এবং ইউরোপিয়ান অঞ্চল থেকে নেদারল্যান্ডস ও ইতালি বিশ্বকাপ নিশ্চিত করেছে। আগামী ৮ থেকে ১৭ অক্টোবর ইস্ট-এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব শুরু হবে। সেখানে বাকি ৩টি টিকিটের জন্য লড়বে ৯টি দেশ।