Ridge Bangla

ইংল্যান্ডের চার্চে প্রথম নারী আর্চবিশপ অব ক্যান্টারবুরি নিয়োগ

ইতিহাস গড়ে ইংল্যান্ডের সারা মুলালি প্রথমবারের মতো একজন নারী আর্চবিশপ অব ক্যান্টারবুরি হিসেবে নিয়োগ পেয়েছেন। ৬৩ বছর বয়সে ইংল্যান্ডের চার্চের ১০৬তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন এই নারী।

সারা মুলালি প্রায় আট বছর লন্ডনের বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ইংল্যান্ডের প্রধান নার্সিং অফিসার ছিলেন। চার্চ অব ইংল্যান্ড বর্তমানে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে একাধিক যৌন নির্যাতন কেলেঙ্কারির ঘটনায় প্রতিষ্ঠানটির তীব্র সমালোচনা হয়েছে। তার আগের আর্চবিশপ জাস্টিন ওয়েলবি গত নভেম্বর পদত্যাগ করেন। এক স্বাধীন তদন্তে উঠে আসে, তিনি এক স্বেচ্ছাসেবকের ধারাবাহিক যৌন ও শারীরিক নির্যাতনের তথ্য জানার পরও তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাননি।

চার্চের সংস্কারের ধারাবাহিকতায় এই নারী আর্চবিশপ নিয়োগের ঘটনা ঘটলো। ২০১৫ সালে প্রথম নারী বিশপ এবং ১৯৯৪ সালে প্রথম নারী পুরোহিত অনুমোদন পেয়েছিলেন অ্যাংলিকান চার্চে। চার্চ অব ইংল্যান্ডের এক মুখপাত্র বলেন, “চার্চে নারী নেতৃত্বের এ নিয়োগ একটি ঐতিহাসিক অগ্রগতি।” তবে এই নিয়োগ নিয়ে ইংল্যান্ডজুড়ে সমালোচনা শুরু হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২০

আরো পড়ুন