Ridge Bangla

জাতিসংঘে গণতন্ত্র ও মানবিক সংহতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ড. মুহাম্মদ ইউনূস

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ বাংলাদেশের বৈশ্বিক ভাবমূর্তিকে আরও শক্তিশালী করেছে। গণতান্ত্রিক শাসন, মানবিক সংহতি এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি নতুনভাবে প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি জানান, ইউনূস নিউইয়র্কে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেন এবং গণতন্ত্র, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রস্তুত, যা আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দিয়েছে।

প্রেস সচিব আরও জানান, সফরে তিন রাজনৈতিক দলের ছয় প্রতিনিধি যুক্ত ছিলেন, যা জাতীয় ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধান উপদেষ্টা ইতালি, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ভুটানসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসব আলোচনায় গণতন্ত্র, বাণিজ্য, জলবায়ু সহনশীলতা ও মানব উন্নয়নের বিষয় গুরুত্ব পায়। এ ছাড়া ইউনূস জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ও আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গেও বৈঠক করেন। রোহিঙ্গা সংকট ছিল সফরের অন্যতম মূল বিষয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে এ খাতে ৯৬ মিলিয়ন মার্কিন ডলারের নতুন সহায়তার প্রতিশ্রুতি মেলে।

শফিকুল আলম বলেন, ইউনূস এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণে জাতিসংঘের স্বাধীন মূল্যায়নের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি কসোভো ও ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে আলোচনায় নতুন শ্রমবাজার সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যা প্রবাসী আয় বৃদ্ধিতে সহায়ক হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩৭

আরো পড়ুন