Ridge Bangla

আগামী রমজানের আগেই বাংলাদেশে জাতীয় নির্বাচন দেখতে চায় জামায়াতে ইসলামী

আগামী রমজানের আগেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক—এমন প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন পর্যবেক্ষণ করছে জামায়াত। একইসঙ্গে তিনি আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়া শুরু করারও দাবি জানিয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর গুলশানে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াত আমীর। ঘন্টাখানেকের ওই বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক সংকট নিয়েও আলোচনা হয়।

অপরদিকে, একই দিন বিকেলে বিএনপির একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৮ শীর্ষ নেতা।

বৈঠক শেষে সাংবাদিকদের সামনে অসন্তোষ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “আমরা একেবারেই সন্তুষ্ট নই। প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেননি। তিনি বলেছেন, ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে। অথচ আমরা পরিষ্কারভাবে জানিয়েছি—ডিসেম্বরই নির্বাচনের সময়সীমার শেষ ধাপ। এর পর নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা আরও খারাপের দিকে যাবে।” এ বিষয়ে এখনো প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরো পড়ুন