চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে চাঁদপুর সদর হাসপাতাল ও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলীয় নেত্রী রুমিন ফারহানার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিকেল থেকে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার সকালে বিএনপি নেতাকর্মীরা এ নিয়ে ইলিয়াসের কাছে ব্যাখ্যা চাইতে গেলে জামায়াতের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের কয়েকজন শীর্ষ নেতা গুরুতর আহত হন।
অন্যদিকে জামায়াতের দাবি, ইলিয়াসের ফেসবুক থেকে অসাবধানতাবশত ছবি শেয়ার হয়েছিল, যা পরে মুছে ফেলা হয় এবং এ বিষয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশও করা হয়। তবুও বিএনপি নেতাকর্মীরা আগে হামলা চালায় বলে অভিযোগ তাদের। সংঘর্ষে উভয় দলের অন্তত ৩৫ জন আহত হন।
ইউনিয়ন বিএনপি ও জামায়াত উভয় সংগঠনের স্থানীয় নেতারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তারা পরবর্তী করণীয় সম্পর্কে নিজ নিজ কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন বলে জানান। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।