Ridge Bangla

ঢাকাসহ দেশের আট অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

রাজধানী ঢাকাসহ দেশের আটটি অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ সতর্কতা জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশ এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়েছে। বর্তমানে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী সমুদ্র এলাকা উত্তাল হয়ে উঠেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন