Ridge Bangla

শাকিব-হানিয়াকে ঘিরে সেমন্তীর খোলামেলা মন্তব্য

দেশের শিল্পীরা কি প্রকৃত মূল্যায়ন পাচ্ছেন? এই প্রশ্ন তুলেছেন ছোট পর্দার অভিনেত্রী ও মডেল সেমন্তী সৌমি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিদেশি তারকারা যেমন আতিথেয়তা পান, আমাদের শিল্পীরা তেমন স্বীকৃতি পান না।

তিনি উদাহরণ টেনে বলেন, পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশ সফরে এসে যে পরিমাণ ভালোবাসা ও উচ্ছ্বাস পেয়েছেন, সেটা দেশের শিল্পীদের ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। সেমন্তীর ভাষ্যে, “আমরা যখন বাইরের কোনো তারকাকে প্রাধান্য দিই, যেমনটা হানিয়া আমিরের ক্ষেত্রে দেখা গেছে, যদি সেটি টিকিটভিত্তিক হতো, তবে ভিড় সামলানো মুশকিল হয়ে যেত। কিন্তু আমাদের শিল্পীদের ক্ষেত্রে এমনটা হয় না।”

তবে তিনি স্বীকার করেন, দেশের শীর্ষ নায়ক শাকিব খান বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনেও বিশাল জনপ্রিয়তা অর্জন করেছেন। “আমাদের একজন শাকিব খান আছেন। তিনি যখন দেশের বাইরে যান, এখন তাকে ঘিরে মানুষের ভিড় সামলানো দায় হয়ে যায়। অথচ আগে কিন্তু এই পরিস্থিতি ছিল না,” বলেন সেমন্তী। তবে শাকিব খানকে ব্যতিক্রম হিসেবে উল্লেখ করে অন্য তারকাদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। “শাকিব খান ছাড়া অন্য কোনো শিল্পী কি হানিয়া আমিরের মতো এতটা ভিড় জমাতে পারবেন? আমি মনে করি না।”

সেমন্তীর মতে, দেশের শিল্পীদের প্রাপ্য সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করতে হবে। তা না হলে, বিশ্বমঞ্চে তারা প্রতিভা থাকা সত্ত্বেও বিদেশি তারকাদের মতো সম্মান পাবেন না।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন