দেব অভিনীত নতুন ছবি ‘রঘু ডাকাত’ মুক্তির পর ধীরে শুরু করলেও এখন বক্স অফিসে ঝড় তুলছে। মুক্তির ছয় দিনেই ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা, যা এ বছরের বাংলা সিনেমার জন্য বড়সড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে। বক্স অফিস বিশ্লেষকদের মতে, এই আয় চলতি সময়ে বাংলা ছবির বাজারে এক নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
বিশেষ করে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ছবিটি একদিনেই আয় করে ৯১ লাখ টাকা, যা দিনের সর্বোচ্চ আয়কারী বাংলা ছবির রেকর্ড। এই অঙ্কটি সোমবারের তুলনায় ৭ লাখ টাকা বেশি। যদিও ছবির প্রযোজনা সংস্থা এখনও আনুষ্ঠানিকভাবে আয়ের তথ্য প্রকাশ করেনি, তবে স্যাকনিল্কের পরিসংখ্যানেই এ তথ্য উঠে এসেছে।
অন্যদিকে একই দিনে মুক্তিপ্রাপ্ত ‘রক্তবীজ ২’-ও ভালো পারফর্ম করছে। ষষ্ঠ দিনে এর আয় দাঁড়ায় প্রায় ৫৬ লাখ টাকায় এবং মোট আয় পৌঁছেছে ২ কোটি ১৫ লাখ টাকায়। তবে চারটি বড় ছবির ভিড়ে—‘রঘু ডাকাত’, ‘দেবী চৌধুরানী’, ‘রক্তবীজ ২’ ও অনীক দত্তর ‘যত কাণ্ড’—সবার মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে ‘রঘু ডাকাত’।
প্রথম ছয় দিনে ছবিটির আয়ের হিসাব: বৃহস্পতিবার (প্রথম দিন): ৪৫ লাখ টাকা। শুক্রবার (দ্বিতীয় দিন): ৩৭ লাখ টাকা। শনিবার (তৃতীয় দিন): ৫০ লাখ টাকা। রোববার (চতুর্থ দিন): ৬৩ লাখ টাকা। সোমবার (পঞ্চম দিন): ৮৪ লাখ টাকা। মঙ্গলবার (ষষ্ঠ দিন): ৯১ লাখ টাকা।
দেব-শুভশ্রী জুটির আগের ছবি ‘ধূমকেতু’র তুলনায় কিছুটা ধীরগতিতে শুরু করলেও ‘রঘু ডাকাত’ ক্রমে দর্শকদের আগ্রহ টেনে বক্স অফিসে নিজের জায়গা পাকা করে নিচ্ছে।