Ridge Bangla

যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে গ্রেপ্তার ৬৯

সারাদেশে যৌথ বাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (৩ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

আইএসপিআর জানায়, গত ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসব অভিযানে সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, মাদক কারবারি, শিশু পাচারকারী ও নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ মোট ৬৯ জনকে আটক করা হয়।

অভিযানে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ৩টি ককটেল, ২৭ রাউন্ড গুলি, দেশি-বিদেশি ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইলফোন, চোরাই মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া আইএসপিআর জানিয়েছে, দুর্গাপূজাকে ঘিরে সারাদেশে প্রায় ৩৩ হাজার মণ্ডপ ও মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সার্বক্ষণিক নজরদারি করছে। পাশাপাশি শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও বাহিনী সক্রিয় ভূমিকা রাখছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৭

আরো পড়ুন