Ridge Bangla

রাজধানীতে লাগামহীন মোবাইল ছিনতাই-চুরি, দিশেহারা ভুক্তভোগীরা

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিনই হাজারো মানুষ তাদের শখের মোবাইল ফোন নিয়ে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনার শিকার হচ্ছেন। ভুক্তভোগীদের অনেকেই থানায় জিডি বা মামলা করলেও অধিকাংশ ফোন উদ্ধার সম্ভব হচ্ছে না।

সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দা আমিনুল ইসলাম ২৩ হাজার টাকায় এক পরিচিত ব্যক্তির কাছ থেকে সেকেন্ড হ্যান্ড স্যামসাং ফোন কিনেছিলেন। কিছুদিন পর পুলিশ তাঁকে জানায়, ফোনটি আসলে ছিনতাই হওয়া। পরে তিনি সেটি থানায় জমা দেন।

এ ধরনের ঘটনা একক নয়। রাজধানীর ফার্মগেট এলাকায় ছিনতাই হওয়া এক নারীর ফোন অনলাইনে বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়া হয়। পুলিশের সাইবার বিভাগের তৎপরতায় ফোনটি উদ্ধার করা গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই ফোন আর ফেরত মেলে না।

ডিএমপি সূত্র বলছে, প্রতিদিন গড়ে ১৮ হাজারেরও বেশি ফোন চুরি বা ছিনতাই হচ্ছে। এর মধ্যে মাত্র ৩০ শতাংশ উদ্ধার সম্ভব হয়। দামি ফোন হলে অনেক সময় আইএমইআই নম্বর বদলে ফেলা হয় বা বিদেশে পাচার করা হয়। বিশেষ করে আইফোনের ক্ষেত্রে উদ্ধার হার আরও কম।

পুলিশ কর্মকর্তারা বলছেন, অসাবধানতার সুযোগে অনেকেই ফোন হারান। গণপরিবহন, ব্যস্ত সড়ক, ফাঁকা জায়গা কিংবা বাসাবাড়ি সবখানেই এ ধরনের অপরাধ ঘটছে। তাঁরা নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।

ভুক্তভোগীরা বলছেন, ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এতে থাকে ব্যক্তিগত তথ্য ও অনেক গুরুত্বপূর্ণ নথি। তাই ফোনটি হারালে বিপাকে পড়তে হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে, হারানো ফোন উদ্ধারে তাঁদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৯

আরো পড়ুন