Ridge Bangla

এশিয়া কাপ ২০২৫ এর ট্রফি পেতে ভারতকে কঠিন শর্ত দিলেন নাকভি

এশিয়া কাপ শেষ হওয়ার পরও মাঠের বাইরের খেলা এখনও শেষ হচ্ছে না। ইতোমধ্যে ফাইনাল খেলার দুদিন পার হয়ে গেছে। দুদিন হলেও এখনও সমাধান হয়নি এশিয়া কাপ ট্রফির। ফাইনালে পাকিস্তানকে হারানোর পরই শুরু ট্রফি বিতর্ক। এসিসি প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি ছিল না ভারত। সেই ঘটনা এখন দৈর্ঘ্যে-প্রস্তে অনেক দূর এগিয়েছে।

নিয়ম অনুযায়ী, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেওয়া কথা ছিল চ্যাম্পিয়ন ভারতের। তবে সূর্যকুমার যাদবের দল তার কাছে থেকে ট্রফি নিতে রাজি হয়নি। নাকভিও সোজা জানিয়ে দেন, সভাপতি হিসেবে তিনিই ট্রফি দেবেন, না হলে ট্রফি দেওয়া হবে না। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই উদযাপন করেন ভারতীয় ক্রিকেটাররা।

সূর্যকুমার যাদবের দল সেদিন ট্রফি ছাড়াই উদযাপন করেছে। এখনও ভারতের হাতে শিরোপা যায়নি। এর মাঝে মহসিন নাকভি নতুন শর্ত জুড়ে দিয়েছেন—অনুষ্ঠানের মাধ্যমে তার হাত থেকেই ট্রফি নিতে হবে।

ভারতের গণমাধ্যম জানিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাকভির কাছেই বর্তমানে ট্রফি ও ভারতের খেলোয়াড়দের মেডেল রয়েছে। বিসিসিআই অভিযোগ তোলে, এশিয়া কাপের ট্রফি ও খেলোয়াড়দের পদক হোটেলে নিয়ে গেছেন নাকভি। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া দাবি করেন, ট্রফি ও পদক যত দ্রুত সম্ভব ফিরিয়ে দিতে হবে।

ভারত কীভাবে ট্রফি পাবে, তার আনুষ্ঠানিক উত্তর পাওয়া যায়নি। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রফি ও পদক ফিরিয়ে দেওয়ার জন্য নাকভি একটি শর্ত দিয়েছেন। তিনি বলেছেন, একটি অনুষ্ঠানের আয়োজন করতে হবে, যেখানে তিনি অতিথি হিসেবে ভারতের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পদক তুলে দেবেন।

এই শর্ত মানলেই ট্রফি ও পদক পাবেন সূর্যকুমার যাদবের দল। তবে বর্তমানে বিসিসিআই যে অবস্থানে রয়েছে, তাতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

উল্লেখ্য, ফাইনালের পর সূর্যকুমার যাদব ও সতীর্থরা রাজনৈতিক প্রেক্ষাপটে নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় বলে জানা গেছে। এতে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং নাকভি ট্রফি না দিয়েই ভেন্যু ছেড়ে চলে যান। এমনকি তিনি ট্রফি ও মেডেল সঙ্গে নিয়ে যান। বিসিসিআই এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে অন্যান্য এশীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগও করেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৭

আরো পড়ুন