Ridge Bangla

ইসলামী ব্যাংকের ২০০ কর্মী ছাঁটাই, ওএসডি ৪৯৭১ জন

চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে ২০০ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে ৪ হাজার ৯৭১ জনকে বিশেষ পর্যবেক্ষণাধীন (ওএসডি) করা হয়েছে। ওএসডি হওয়া কর্মীরা বেতন-ভাতা পাবেন ঠিকই, তবে কোনো দায়িত্ব বা কর্মস্থলে থাকবেন না।

ব্যাংক সূত্র জানায়, ছাঁটাই ও ওএসডি হওয়া কর্মীদের বড় একটি অংশ চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। তারা শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের প্রভাবের সময় পরীক্ষা ছাড়াই কেবল জীবনবৃত্তান্ত জমা দিয়ে চাকরি পান। বর্তমানে ইসলামী ব্যাংকে কর্মীর সংখ্যা প্রায় ২২ হাজার, যার অর্ধেকের বেশি চট্টগ্রাম অঞ্চলের। অথচ ২০১৭ সালে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার আগে কর্মী সংখ্যা ছিল মাত্র ১০ হাজার। এরপর থেকেই অযোগ্য নিয়োগ বেড়ে যায়, যা ব্যাংকের আর্থিক সংকট ও সুনামহানির কারণ হয়ে দাঁড়ায়।

ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ব্যাংক দখলের পর হাজারো অযোগ্য ব্যক্তিকে চাকরি দিয়ে প্রতিষ্ঠানটিকে ক্ষতিগ্রস্ত করেছে। এজন্যই এবার যোগ্যতা যাচাই পরীক্ষার আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংক ও আদালতের নির্দেশনায় গত ২৭ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৫ হাজার ৩৮৫ জন কর্মকর্তাকে অংশগ্রহণের জন্য বলা হলেও মাত্র ৪১৪ জন উপস্থিত হন। তারা নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন। তবে যারা পরীক্ষা এড়িয়ে গেছেন, সেই ৪ হাজার ৯৭১ জনকে পরদিন থেকে ওএসডি করা হয়। আর পরীক্ষার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো বা প্রকাশ্যে বিরোধিতা করা ২০০ জনকে সরাসরি ছাঁটাই করা হয়েছে।

অন্যদিকে, ওএসডি হওয়া কর্মকর্তারা অভিযোগ করেছেন, ব্যাংক হাইকোর্টের নির্দেশ অমান্য করে বেআইনি পরীক্ষা নিয়েছে। এ কারণে তারা ফের আদালতের শরণাপন্ন হবেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কর্মীদের মান যাচাই পরীক্ষার মাধ্যমে ছাঁটাইয়ের ঘটনা দেশে এ প্রথম। যদিও এটি একটি বেসরকারি ব্যাংক, তবু আইন ও নীতিমালার মধ্যে থেকেই সব কার্যক্রম পরিচালনা করতে হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২০

আরো পড়ুন