যুক্তরাষ্ট্র থেকে ১২০ জন ইরানি নাগরিককে বিতাড়িত করা হচ্ছে বলে জানিয়েছে তেহরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হোসেইন নোশাবাদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিমকে বলেন, এসব নাগরিক আগামী এক-দুদিনের মধ্যে কাতারের মাধ্যমে ইরানে ফিরিয়ে আনা হবে।
তিনি দাবি করেন, এসব অভিবাসী প্রত্যাশিদের অধিকাংশই মেক্সিকোর পথ ধরে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তবে কারও কারও বৈধ রেসিডেন্সি পারমিট থাকলেও তাদের ফেরত পাঠানো হচ্ছে এবং এজন্য মার্কিন কর্তৃপক্ষ তাদের সম্মতি চেয়েছে।
এই প্রক্রিয়াটি ইরান–যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতার এক বিরল দৃষ্টান্ত হয়ে রইলো। কারণ দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ভালো নয়। নোশাবাদি আরও জানান, মোট প্রায় ৪০০ জন ইরানিকে ফেরত পাঠানো হবে এবং এর অংশ হিসেবে প্রথম ধাপেই ১২০ জনকে পাঠানো হচ্ছে।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, এমন বহিষ্কার প্রক্রিয়ায় অনেক অভিবাসী ঝুঁকির মুখে পড়বেন, কারণ ইরানের মানবাধিকার রেকর্ড নিয়ে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। সম্প্রতি জাতিসংঘ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের হার অভূতপূর্বভাবে বেড়ে গেছে।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হোসেইন নোশাবাদি বলেন, যুক্তরাষ্ট্র সরকারকে ইরানি অভিবাসীদের অধিকার ও আন্তর্জাতিক আইনের আওতায় তাদের নাগরিকত্বের অধিকারকে সম্মান করতে হবে।