Ridge Bangla

এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই দুটি দলের বিরুদ্ধে আপত্তি আহ্বান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এবং দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে। একইসঙ্গে, আরও ১৩টি দলের নিবন্ধন বিষয়টি পর্যালোচনার পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ১৪৩টি দলের মধ্যে ২২টি দলের তথ্য পর্যালোচনা করা হয়েছে, এবং এর মধ্যে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, এনসিপির প্রতীক নিয়ে কিছু সমস্যা রয়েছে, এবং তারা নতুন প্রতীক নিয়ে চিঠি পাঠাবে।

এছাড়া, ১৩টি দলের নিবন্ধনের বিষয়টি এখনো পর্যালোচনাধীন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)। একইভাবে, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নিবন্ধন হাইকোর্টের রায়ের পর পর্যালোচনা করা হবে।

প্রাথমিক বাছাইয়ে সাতটি দলের আবেদন বাতিল হয়েছে। এগুলো হল ফরওয়ার্ড পার্টি, সিপিবি, বাংলাদেশ সল্যুশন পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম এবং অন্যান্য। এদিকে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, ইসি তাদের শাপলা প্রতীক দেওয়ার পরিবর্তে হাস্যকর প্রতীক যেমন ‘উটপাখি’ ও ‘থালাবাটি’ দিতে চাইছে। তিনি জানান, এই বিষয়ে তারা আইনগত পদক্ষেপ নিতে প্রস্তুত।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন