Ridge Bangla

শাবনূরকে নিয়ে পূর্ণিমার খোলামেলা মন্তব্য ভাইরাল

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও। কয়েক মিনিটের ওই ক্লিপ ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। শুরু হয়েছে আলোচনা-সমালোচনা দুটোই।

ভিডিওতে পূর্ণিমা অকপটে বলেন, “ফেরদৌস, আমিন খান তারা তখন কোনো নায়িকার সঙ্গে তেমন জনপ্রিয় জুটি গড়ে তুলতে পারছিলেন না। সব আলোচনার কেন্দ্রেই ছিলেন শাবনূর আপু। প্রায় সবাই তখন তার সঙ্গেই সিনেমা করতে ব্যস্ত ছিলেন।”

এরপর নিজের পথচলার প্রসঙ্গ টেনে পূর্ণিমা জানান, তিনি আলাদা করে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করেছিলেন। সেই প্রয়াসেই জুটি বাঁধেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা মান্নার সঙ্গে। তার ভাষায়, “আমি চেষ্টা করলাম মান্না ভাইয়ের সঙ্গে জুটি গড়তে। মান্না ভাইও আগ্রহ দেখালেন। আমরা একসঙ্গে কাজ শুরু করলাম এবং আমাদের জুটি দর্শকদের ভালোবাসা পেল।”

পূর্ণিমা আরও দাবি করেন, তাদের জুটি জনপ্রিয় হওয়ার পরেই হঠাৎ করে শাবনূরও মান্নার সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। এতে চলচ্চিত্র অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয় এবং দর্শকদের আগ্রহ বাড়তে থাকে মান্না-শাবনূর জুটিকে ঘিরেও। এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। কেউ কেউ পূর্ণিমার খোলামেলা স্বভাবের প্রশংসা করছেন, আবার কেউ বিষয়টিকে ‘পুরনো প্রসঙ্গ টেনে আলোচনায় আসার কৌশল’ বলেও আখ্যা দিচ্ছেন।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এই ধরনের অভিজ্ঞতা ঢালিউডের ইতিহাস জানার জন্য গুরুত্বপূর্ণ। এতে উঠে আসে তারকাদের সংগ্রাম, প্রতিযোগিতা এবং অফস্ক্রিন না বলা গল্প। যদিও পূর্ণিমা কিংবা শাবনূর এ নিয়ে নতুন করে আর কোনো মন্তব্য করেননি, তবে ভাইরাল হওয়া এই ভিডিও ঢালিউডের সোনালি অতীতের জুটিগুলোকে নতুন করে মনে করিয়ে দিল।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন