মুম্বাই কাঁপল মুখার্জি পরিবারের ঐতিহ্যবাহী দুর্গাপূজার আলোচনায়। পঞ্চমীর সন্ধ্যায় দুর্গা প্রতিমার মুখ উন্মোচনের মুহূর্তে জমে উঠল তারকাখচিত আয়োজন। উপস্থিত ছিলেন বলিউডের দুই সুপরিচিত কন্যা, রানি মুখোপাধ্যায় ও কাজল। এই পরিবার কয়েক দশক ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্রবিন্দু। এবারের দুর্গাপূজা দেখিয়ে দিয়েছে, রঙ, গান, আড্ডা এবং তারকাদের উপস্থিতিতে মুখার্জি বাড়ি পুরো মুম্বাইকে মাতিয়ে রাখতে সক্ষম।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পঞ্চমীর সন্ধ্যায় দুর্গা প্রতিমার মুখ প্রকাশিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রানি ও কাজল হাজির ছিলেন। কাজলের পরনে ছিল রুপালি রঙের শাড়ি ও সিঁদুর রঙের ব্লাউজ, হাতে লাল কাচের চুড়ি—পূর্ণ দুর্গাপূজার ফেস্টিভ লুক। অন্যদিকে, রানি বেছে নিয়েছিলেন সাদা রঙের ইক্কত। পঞ্চমীতে দুই বোন দেখালেন, তাদের পূজার সাজ এবারের উৎসবে নজরকাড়া হবে।
মুখার্জি বাড়ির দুর্গাপূজায় প্রতিবছরই হাজির হন বলিউডের বড় বড় তারকারা—অমিতাভ, জয়া, ঐশ্বরিয়া, অভিষেক, দীপিকা, শাহরুখ, সালমান, ক্যাটরিনা, আলিয়া, রণবীর প্রমুখ। পূজার বিভিন্ন কর্মকাণ্ডে রানি ও কাজলও ঘরের মেয়েদের মতো অংশগ্রহণ করেন। অঞ্জলি থেকে প্রসাদ বিতরণ, সবকিছুতেই তারা সরাসরি মেতে ওঠেন।