খাগড়াছড়িতে চলমান সড়ক অবরোধ সাময়িকভাবে স্থগিত করেছে পাহাড়ি সংগঠন ‘জুম্ম ছাত্র জনতা’। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনটির ফেসবুক পেজে রাত ১১টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের আশ্বাস এবং শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ বন্ধ থাকবে। তবে যদি আট দফা দাবি পূরণ না হয় তাহলে পুনরায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে জেলা প্রশাসন এখনো ১৪৪ ধারা প্রত্যাহার করেনি। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, অবরোধ প্রত্যাহার হলে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে খাগড়াছড়িতে গত কয়েকদিনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, আটকে পড়েন সেখানে ভ্রমণে যাওয়া অনেক পর্যটক। সড়ক অবরোধ ও নানা সংঘর্ষের ঘটনায় এখন অব্দি তিনজন নিহত হয়েছেন।