Ridge Bangla

২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন নিকোল কিডম্যান ও কিথ আরবান

প্রায় ২০ বছরের দাম্পত্য জীবনের পর অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান এবং কান্ট্রি সঙ্গীতশিল্পী কিথ আরবান বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। পিপল ম্যাগাজিন তাদের বিচ্ছেদের খবর নিশ্চিত করেছে।

নিকোল কিডম্যান ও কিথ আরবান ২০০৬ সালের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দম্পতির সংসারে রয়েছে দুই মেয়ে—সানডে রোজ (১৭) এবং ফেইথ মার্গারেট (১৪)। পিপল-এর বিশেষ সূত্রে জানা গেছে, নিকোল কিডম্যান এই বিচ্ছেদ চাননি এবং সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। তবে চলতি বছরের গ্রীষ্মের শুরু থেকেই তারা আলাদা বসবাস করছেন বলে জানিয়েছে টিএমজেড।

নিকোল কিডম্যান আগেও কিথ আরবানকে তাঁর জীবনের ‘গভীর ভালোবাসা’ এবং ‘ফিরে আসার ঠিকানা’ হিসেবে উল্লেখ করেছেন। চলতি বছরের জুনে বিবাহবার্ষিকীতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করেছিলেন। গত এপ্রিল মাসে পিপলকে দেওয়া এক সাক্ষাৎকারে নিকোল বলেন, “আমি খুব সৌভাগ্যবান যে কিথ আমার জীবনে আছে। সে আমার গভীরতম ভালোবাসা। তার উপস্থিতি আমাকে সাহস দেয়, কারণ আমি জানি সবশেষে আমি তার কাছে ফিরে যেতে পারব।”

সম্প্রতি নিকোল কিডম্যান লন্ডনে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’ ছবির শুটিং শেষ করেছেন। অন্যদিকে, কিথ আরবান ব্যস্ত আছেন তার কনসার্ট সফরে, আগামী ২ অক্টোবর পেনসিলভেনিয়ায় তার পরবর্তী শো অনুষ্ঠিত হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই বিচ্ছেদ দুই শিল্পীর ব্যক্তিগত ও পেশাগত জীবনে নতুন অধ্যায় সূচনা করতে পারে, যদিও দুই পরিবারের সন্তানের ওপর প্রভাব সীমিত রাখতে তারা সতর্ক থাকবেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন