বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ল’ওরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঐশ্বরিয়া রাই বচ্চন ঝলমলে উপস্থিতি নিয়ে মাতালেন প্যারিস ফ্যাশন উইকের র্যাম্প। এ সময় তিনি মনীষ মালহোত্রার ডিজাইন করা জমকালো শেরওয়ানি পরেছিলেন, যা নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।
শোর ব্যাকস্টেজে ঐশ্বরিয়ার সঙ্গে দেখা হয় ইনফ্লুয়েন্সার আদিত্য মদিরাজুর। আবেগঘন আলাপে আদিত্য তাকে বলেন, “আমার বিয়ে হয়েছে শুধু আপনার জন্যই।” পরে ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে লিখেন, “আমাদের হৃদয়ের রানি… স্বপ্ন ছিল তোমার সঙ্গে দেখা করার। এখনও বিশ্বাস করতে পারছি না।” ভিডিওতে দেখা যায়, তিনি আরও বলেন, “আমার স্বামী আর আমি একসঙ্গে আছি কেবল আপনাকে ভালোবাসি বলেই।”
এর জবাবে ঐশ্বরিয়া বলেন, “আপনার ভালোবাসার জন্য ধন্যবাদ। যা বললেন তা সত্যিই সুন্দর… আপনাদের দু’জনের জন্য রইল অগাধ শুভেচ্ছা।” তিনি আদিত্যকে নিজের লিপস্টিক উপহার দিয়ে বলেন, “এটা তোমার ট্রেজার বাক্সে রাখো।”
ঐশ্বরিয়ার শেরওয়ানিটি ছিল অত্যন্ত আলোকোজ্জ্বল। এতে ছিল হীরার ব্রোচ, ১০ ইঞ্চি লম্বা হীরার কাফ এবং নবরত্ন হারের ঝলক। ডিজাইনার মনীষ মালহোত্রা জানান, পোশাকটি আধুনিক রূপে ভারতীয় ঐতিহ্যকে উপস্থাপন করেছে। কাফগুলো আংশিক বর্ম ও আংশিক অলংকার হিসেবে তৈরি, যা শক্তি ও কোমলতার প্রতীক।
ঐশ্বরিয়াকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালের ব্লকবাস্টার ‘পন্নিয়িন সেলভন ২’-এ, যা বিশ্বজুড়ে ৩৪৪.৬৩ কোটির বেশি আয় করে। তবে তার নতুন কোনো প্রজেক্ট এখনো ঘোষণা হয়নি।