বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রামাদান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টা ২২ মিনিটে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজায়’ শুরু হওয়া এ বৈঠক প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বৈঠকের খবর নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রাজনৈতিক পরিস্থিতি, ফিলিস্তিনের বর্তমান সংকট এবং মুসলিম বিশ্বের প্রতি সংহতি জোরদারের মতো বিষয়গুলো প্রাধান্য পায় বলে জানা গেছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন ইস্যুতে সমর্থন জানিয়ে আসছে বিএনপি। দলটির পক্ষ থেকে অতীতেও বিভিন্ন সময় ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে। এবার সরাসরি রাষ্ট্রদূতের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক সেই অবস্থানকে নতুনভাবে দৃশ্যমান করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রসঙ্গত, চলমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে ফিলিস্তিন প্রশ্ন আবারও আলোচনায় এসেছে। এমন সময় ফিলিস্তিনি রাষ্ট্রদূতের এ বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। তারা মনে করেন, এটি শুধু রাজনৈতিক সৌজন্যই নয়, বরং ভবিষ্যতে দুই পক্ষের সম্পর্ক আরও জোরদার করার ইঙ্গিত বহন করছে।