Ridge Bangla

ঢাকায় ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিলেন জঁ-মার্ক সেরে-শারলে

ঢাকায় ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিয়েছেন জঁ-মার্ক সেরে-শারলে। তিনি পূর্ববর্তী রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই-এর স্থলাভিষিক্ত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, নতুন রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ঢাকায় যোগ দিয়েছেন।

রাষ্ট্রদূত সেরে-শারলে এর আগে ভারতের মুম্বাইয়ে ফ্রান্সের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। কূটনৈতিক জীবনে তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা সংক্রান্ত বিভাগের উপ-পরিচালক হিসেবেও কাজ করেছেন।

এর পাশাপাশি, তাঁর দীর্ঘ কর্মজীবনে মস্কোতে রাজনৈতিক উপদেষ্টা, রোমে সাংস্কৃতিক উপদেষ্টা, প্যারিসে সংস্কৃতি মন্ত্রীর কূটনৈতিক উপদেষ্টা এবং নয়াদিল্লীতে উপ-মিশনপ্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৩

আরো পড়ুন