দীর্ঘ অপেক্ষার পর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। আগামী ১৭ অক্টোবর দেশজুড়ে সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা সাদেক সিদ্দিকী।
পরিচালক জানান, বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেও শেষ মুহূর্তে নানা কারণে তা স্থগিত করতে হয়েছে। তবে এবার আর কোনো পরিবর্তন হবে না। আগামী ১৭ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘ডাইরেক্ট অ্যাটাক’।
সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত এ সিনেমায় একজন সাহসী পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তার বিপরীতে আছেন চিত্রনায়ক আমিন খান।
আনন্দবাজার মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন, আনিক রহমান অভি, শিরিন শিলা, রিপা, হেলাল খান, রেবেকা রউফ, ফরহাদ রউফ, আমির সিরজী, পীরজাদা শহিদুল হারুন, সাগর সিদ্দিকীসহ আরও অনেকে।
উল্লেখ্য, ২০২০ সালে ‘ডাইরেক্ট অ্যাটাক’-এর শুটিং শেষ হওয়ার পর থেকেই আড়ালে চলে যান চিত্রনায়িকা পপি। আলোচনার বাইরে থেকে সংসারী জীবন বেছে নেন তিনি। এরপর আর নতুন কোনো সিনেমার শুটিংয়ে অংশ নেননি। ফলে চার বছর পর মুক্তি পাওয়া এ ছবিটি দর্শকদের জন্য তার শেষ উপহার হিসেবেই বিবেচিত হচ্ছে।
বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম সফল নায়িকা পপি দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করা এ অভিনেত্রীর অভিনীত শেষ কাজ ‘ডাইরেক্ট অ্যাটাক’ তাই ভক্ত-দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।