Ridge Bangla

‘প্রেম আমার’-এ হৈমন্তীর সুরের মুগ্ধতা

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী হৈমন্তী আধুনিক গানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতের সোনালী দিনের গান পরিবেশনায় সমানভাবে সমাদৃত। দীর্ঘদিন ধরেই তিনি নাটক, ওয়েব সিরিজ ও মৌলিক গানে কণ্ঠ দিয়ে দর্শক-শ্রোতার প্রশংসা কুড়াচ্ছেন।

সম্প্রতি অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে হৈমন্তীর নতুন গান ‘প্রেম আমার’। গানটির কথা, সুর ও সংগীত করেছেন আভরাল সাহির; একইসঙ্গে তিনি হৈমন্তীর সঙ্গে কণ্ঠও মিলিয়েছেন। মিউজিকের অ্যারেঞ্জমেন্ট করেছেন সৈকত রেজা। গানটির ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন হৈমন্তী, আভরাল সাহির ও প্রিয়ন্তী উর্বী। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

হৈমন্তী বলেন, “আমার গানের ভুবনে দীর্ঘদিনের পথচলা। একান্ত প্রচেষ্টা ও শ্রোতাদের ভালোবাসায় ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। ‘প্রেম আমার’ গানটির জন্য যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি, তা সত্যিই কৃতজ্ঞ হওয়ার মতো।” তিনি আরও যোগ করেন, প্রযোজক, গীতিকার ও সুরকারদের আস্থাই তাকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা দেয়।

আগামীতে আরও মৌলিক গান উপহার দেওয়ার পরিকল্পনা জানিয়ে হৈমন্তী বলেন, খুব শিগগিরই প্রকাশ পাবে প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ও আকাশ সেনের সুরে তার নতুন গান ‘পাখি’। গানটি নিয়েও তিনি ভীষণ আশাবাদী।

উল্লেখ্য, বাণী কুমার চৌধুরীর কাছে গানে হাতেখড়ি নেওয়ার পর বাসুদেবসহ অনেকের কাছে তালিম নেন হৈমন্তী। তার সংগীতজীবন শুরু হয় ১৯৯৫ সালে প্রকাশিত ‘ডাকপিয়ন’ অ্যালবামের মাধ্যমে। এরপর থেকে ধারাবাহিকভাবে আধুনিক গান, প্লে-ব্যাক ও মৌলিক সঙ্গীতে কণ্ঠ দিয়ে আসছেন এই শিল্পী।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২০

আরো পড়ুন