Ridge Bangla

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মেলেনি

ঠাকুরগাঁও শহরের হযরত আয়েশা সিদ্দিকা (রা.) বালিকা হাফিজিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া তিন ছাত্রী তামান্না আক্তার (১৬), জুঁই খাতুন (১৫) ও আয়েশা খাতুন (১৩)-এর কোনো সন্ধান এখনও মেলেনি। নিখোঁজের ২১ দিন পার হলেও পরিবারের অনিশ্চয়তা শেষ হচ্ছে না। সন্তানদের উদ্ধারে অভিভাবকরা থানাসহ বিভিন্ন দপ্তরে প্রার্থনা ও ধরনা চালিয়ে যাচ্ছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিভাবকরা কান্নাজড়িত কণ্ঠে দ্রুত উদ্ধারের দাবি করেন। আয়েশা খাতুনের মা কোহিনুর বেগম জানান, নিখোঁজের একদিন আগে মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। মেয়েটি কেঁদে তাকে বাসায় নেওয়ার অনুরোধ করেছিল, কিন্তু পরদিন থেকে তিনজনই নিখোঁজ। তামান্না আক্তারের মা আকলিমা খাতুন বলেন, ৯ সেপ্টেম্বর সকালে প্রধান শিক্ষিকা ফোন দিয়ে জানান, তাঁর মেয়ে মাদ্রাসায় নেই। জুঁই খাতুনের বাবা শাহজালাল বলেন, “আমরা কিছুই খেতে পারি না, ঘুমাতে পারি না, শুধু চাই আমাদের সন্তানরা জীবিত ফিরুক।”

নিখোঁজের পর পরিবারগুলো থানায় জিডি করেছেন এবং ১৪ সেপ্টেম্বর অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। মাদ্রাসার পরিচালক শহিদুল ইসলাম দাবি করেছেন, তিন শিক্ষার্থী পরিকল্পনা করে চারটি ব্যাগ নিয়ে পালিয়েছে, মাদ্রাসার কোনো সম্পৃক্ততা নেই।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ারে আলম খান জানান, সিসি ফুটেজে দেখা গেছে তারা ট্রেনে করে রওনা হয়েছেন। এরপর কমলাপুর ও এয়ারপোর্ট রেলস্টেশনে অনুসন্ধান করা হলেও কোনো হদিস মেলেনি। মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। অভিভাবকরা এখন ছবি দিয়ে সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা করেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন