Ridge Bangla

বিশ্বের সবচেয়ে বড় বিটকয়েন জব্দের ঘটনায় এক চীনা মহিলা দোষী সাব্যস্ত

আন্তর্জাতিক জালিয়াতি তদন্তের অংশ হিসেবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি জব্দের ঘটনায় এক চীনা নারীকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাজ্যের আদালত। এ বিষয়ে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা প্রায় ৬১ হাজার বিটকয়েন উদ্ধার করেছে, যার বর্তমান বাজারমূল্য ৫ বিলিয়ন পাউন্ডেরও বেশি।

দোষী সাব্যস্ত ঝিমিন কিয়ান সোমবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে অবৈধভাবে ক্রিপ্টোকারেন্সি অর্জন ও সংরক্ষণের অভিযোগ স্বীকার করেন। জানা গেছে, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে তিনি চীনে একটি বড় প্রতারণা চক্রের নেতৃত্ব দেন। এতে অন্তত ১ লাখ ২৮ হাজার ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত হয়। প্রতারণার অর্থ তিনি বিটকয়েনে রূপান্তর করে লুকিয়ে রাখেন বলে জানায় দেশটির পুলিশ।

মেট্রোপলিটন পুলিশের বিবৃতিতে বলা হয়, এটি ইতিহাসে সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি জব্দের ঘটনা। আদালত শিগগিরই তার শাস্তি নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করবে। বিশ্লেষকরা মনে করছেন, এই রায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিপ্টো জালিয়াতি মোকাবিলায় নতুন নজির স্থাপিত হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন