Ridge Bangla

রাতে নয়, এবারের নির্বাচন হবে দিনের বেলা: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করছে। তিনি স্পষ্টভাবে জানান, এবারের ভোট অনুষ্ঠিত হবে দিনের বেলা, রাতের অন্ধকারে ভোট হবে না। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত ৫৪ বছরের লড়াইয়ের এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।

বুধবার (১ অক্টোবর) রাজধানীর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. খালিদ হোসেন বলেন, আলিয়া মাদ্রাসা ২৫০ বছরের ইতিহাসে ইসলামি জ্ঞানচর্চা, সমাজ ও রাষ্ট্র গঠনে অনন্য ভূমিকা রেখেছে। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমানে অতি আধুনিক শিক্ষার আড়ালে অনেক মাদ্রাসা কুরআন, হাদিস ও আরবি শিক্ষার মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপ প্রদানে আগ্রহ প্রকাশ করেছে। এ সুযোগ কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

ছাত্র রাজনীতি প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, আমি ব্যক্তিগতভাবে কখনো ছাত্র রাজনীতি সমর্থন করিনি। পাশের দেশ ও ইউরোপের দেশগুলোতে ছাত্র রাজনীতি নেই। অথচ আমাদের দেশে অনেক সময় রাজনৈতিক নেতারা ছাত্রদের ব্যবহার করেন, যা শিক্ষা ব্যবস্থা ও তরুণ সমাজের জন্য ক্ষতিকর। তিনি জোর দিয়ে বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় চলমান প্রক্রিয়া যেকোনো মূল্যে রক্ষা করতে হবে, আর তার ভিত্তি হবে একটি সুষ্ঠু দিনের নির্বাচনের মাধ্যমে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৩

আরো পড়ুন