Ridge Bangla

ব্যাচেলর পয়েন্ট’ হঠাৎ কক্সবাজারে, থাকছে সারপ্রাইজ

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি হঠাৎ পুরো টিম নিয়ে হাজির হয়েছেন কক্সবাজারে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের ছবি ও রিল ছড়িয়ে পড়তেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। অনেকেই প্রশ্ন তুলেছেন কাবিলা, পাশা, হাবু, নেহাল আর জাকিররা কি এবার সমুদ্রসৈকতে চিল করতে যাচ্ছেন? আবার কেউ কেউ ধারণা করছেন, এটি হয়তো নতুন সিজনের আগাম কোনো বিশেষ এপিসোড।

এ প্রসঙ্গে নাটকটির এক্সিকিউটিভ প্রডিউসার তৌহিদ তালুকদার জানিয়েছেন, কক্সবাজারের এই শুটিং আসলে ‘ব্যাচেলর ভাইব’ নামের তিন দিনের বিশেষ কনটেন্টের জন্য। তিনি বলেন, অপ্পো এ সিক্স প্রো ফোনের মাধ্যমে এই সারপ্রাইজ কনটেন্ট শুট করা হয়েছে। এখানে একজন নতুন ফিমেল কাস্টও থাকছেন, যা দর্শকদের জন্য বাড়তি চমক। জানা গেছে, বিশেষ কনটেন্টটি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বুম ফিল্মস ইউটিউব চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশ পাবে।

বর্তমানে প্রচারিত হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন ৫। চ্যানেল আই টিভি, বুম ফিল্মস ইউটিউব ও বঙ্গ অ্যাপে দর্শকরা নিয়মিত এই সিজন দেখতে পাচ্ছেন। ইতোমধ্যে অ্যাপে ৩০টিরও বেশি এপিসোড রিলিজ হয়েছে, যা ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

নতুন সিজনে আবারও ফিরেছেন জনপ্রিয় চরিত্র ‘জেন্টেলম্যান’ নেহাল (তৌসিফ মাহবুব)। তার সঙ্গে আছেন শামীমা নাজনীন, ইশতিয়াক আহমেদ রুমেলসহ পরিচিত মুখগুলো। নির্মাতা অমি জানিয়েছেন, সামনে আরও কিছু সারপ্রাইজিং চরিত্র যুক্ত হবে। এমনকি ভক্তদের প্রতীক্ষিত ‘মোস্ট ওয়ানটেড’ চরিত্র রোকেয়া-রও ফিরে আসার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, কক্সবাজারের এই বিশেষ পর্ব ও নতুন চরিত্রগুলো দর্শকদের জন্য নিয়ে আসছে বাড়তি আগ্রহ আর উত্তেজনা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন