Ridge Bangla

দুর্গাপূজা ঘিরে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা, গ্রেপ্তার ১৯

দেশজুড়ে দুর্গাপূজা চলাকালে ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আইজিপি বাহারুল আলম জানান, কোনো ঘটনাই বড় ধরনের বিশৃঙ্খলায় রূপ নেয়নি এবং পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

ঘটনাগুলোর মধ্যে ছিল—প্যান্ডেলে পানি নিক্ষেপ, প্রতিমা ভেঙে যাওয়া, পূজা কমিটির কাছে চাঁদা দাবি, চাঁদোয়া কেটে দেওয়া এবং ভ্যান থেকে পড়ে প্রতিমা ক্ষতিগ্রস্ত হওয়ার মতো বিষয়। চট্টগ্রামে জামায়াত কর্মী পরিচয়ে মণ্ডপে গান বন্ধের নির্দেশ দেওয়ার ঘটনাও ঘটে। তবে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং স্থানীয় জামায়াত নেতারা বলেছেন তার দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

আইজিপি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৫

আরো পড়ুন