Ridge Bangla

বাবার প্রযোজনা সংস্থা সামলানোর প্রস্তাব ফিরিয়ে দিলেন অক্ষয় কুমারের ছেলে আরাভ

বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারের ছেলে আরাভ কুমার নিজের পথ নিজের হাতেই বানাতে চায়। বাবা-মা অভিনয়শিল্পী হলেও আরাভ এখনও চলচ্চিত্রে প্রবেশ করতে নারাজ। এমনকি অক্ষয় চাইতেন ছেলে তার মতোই অভিনেতা হোক এবং নিজের প্রযোজনা সংস্থার দায়িত্বও তুলে দিক, কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আরাভ।

অক্ষয় এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আরাভ নিজের কাজ নিজেই করতে ভালোবাসে। রান্না করেন, জামা-কাপড় নিজে কাচেন, নিজের দৈনন্দিন জীবন পরিচালনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ফ্যাশন নিয়ে পড়াশোনা করেছেন, তবে দামি পোশাকের প্রতি বিশেষ আগ্রহ নেই। তিনি আরও জানান, আরাভ পুরনো জিনিসপত্র ফেলে দিতে পছন্দ করেন না। তাই পুরোনো পোশাকের দোকান থেকে সংগ্রহ করা কাপড় পরতে তাকে ভালো লাগে।

ছোটবেলা থেকেই শৃঙ্খলাপরায়ণ আরাভ ৪ বছর বয়স থেকে মার্শাল আর্টের প্রশিক্ষণ শুরু করেন। দু’ধরনের বিশেষ ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে ‘ব্ল্যাক বেল্ট’ অর্জন করেছেন। এছাড়া জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায়ও অংশ নিয়ে জয়ী হয়েছেন।

দেশ ছেড়ে প্রথমে সিঙ্গাপুরে পড়াশোনা করেছেন আরাভ। বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। অক্ষয় বলেন, আমি তাকে বলেছিলাম, অভিনেতা হও। কিন্তু সে সরাসরি জানিয়ে দিয়েছে, অভিনয় করতে চায় না। ফ্যাশন-ই তার আগ্রহ। তবে ছেলে খুবই দায়িত্বশীল, কোনো বাজে অভ্যাস নেই এবং বাজে সঙ্গ নেই।

অক্ষয়ের কথায়, ছেলে নিজের পছন্দ ও আগ্রহের দিকে মনোযোগী। সে বাবার মতো শারীরিক ফিটনেস ও মার্শাল আর্টেও আগ্রহী। ফলে ব্যক্তিগত ও পেশাগত দিক থেকে নিজেকে সাজাতে আরাভ এখন তার স্বতন্ত্র পথই বেছে নিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন