আসন্ন ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-২০২৫-এর মঞ্চে উপস্থাপক হিসেবে ফিরছেন বলিউডের কিংবদন্তি শাহরুখ খান। তাঁর স্বতন্ত্র উপস্থিতি ও মেধার সঙ্গে জমকালো অনুষ্ঠান দর্শকদের মনে দাগ কেটে যাবে বলে আশা প্রকাশ করেছে ফিল্মফেয়ার কর্তৃপক্ষ।
ফিল্মফেয়ার জানিয়েছে, ভারতীয় সিনেমায় সেরা হিসেবে বিবেচিত ‘ব্ল্যাক লেডি’-র সঙ্গে শাহরুখ খানের সম্পর্ক বহু পুরোনো। ১৯৯৩ সালে ‘দিওয়ানা’ ছবির জন্য সেরা অভিষেক পুরস্কার জেতা থেকে শুরু করে, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল সে’, ‘দেবদাস’ এবং ‘মাই নেম ইজ খান’-এর মতো চলচ্চিত্রের জন্য তিনি একাধিক সেরা অভিনেতার সম্মান অর্জন করেছেন।
ফিল্মফেয়ার নিশ্চিত করেছে, ৭০তম আসরের মঞ্চে শাহরুখ খানের সঙ্গে সহ-উপস্থাপক হিসেবে দেখা যাবে চলচ্চিত্র নির্মাতা করন জোহর এবং অভিনেতা মনীশ পালকে। তাঁদের সঙ্গে জমকালো অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় হবে।
চলতি বছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকাও প্রকাশ করা হয়েছে। শীর্ষ প্রতিযোগীদের মধ্যে রয়েছে—‘স্ত্রী ২’, ‘কিল’, ‘লাপাতা লেডিস’, ‘আই ওয়ান্ট টু টক’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’।
জানা গেছে, এই ভব্য আসর অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর ভারতের আহমেদাবাদের একা অ্যারেনায়। প্রত্যাশা করা হচ্ছে, শাহরুখ খানের উপস্থিতি, সঞ্চালনা দক্ষতা এবং অভিনেতাদের সঙ্গে আন্তঃক্রিয়ার মাধ্যমে অনুষ্ঠানের মর্যাদা নতুন উচ্চতায় পৌঁছে যাবে।
এবারের ফিল্মফেয়ার শুধুই পুরস্কার বিতরণ নয়, বরং বলিউডের ঐতিহ্য ও আধুনিক বিনোদনের মেলবন্ধনের একটি ভিন্ন মাত্রা হিসেবে দর্শক মনে রাখবেন।