প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার কাজে দলীয় নেতাকর্মীদের সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মোবাইল ফোনে আলাপকালে তিনি এ নির্দেশ দেন।
এর আগে যুক্তরাষ্ট্র সফরে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান নেতাকর্মীরা। এ সময় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের মোবাইল ফোনে লাউডস্পিকারের মাধ্যমে তারেক রহমানের বক্তব্য শোনানো হয়।
ফোনালাপে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে হবে। এজন্য বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে হবে। শুধু নির্দেশ নয়, সবাইকে সক্রিয়ভাবে কাজ করতে হবে, যাতে প্রবাসীরা বিএনপিকে ধানের শীষে ভোট দিতে পারেন। তিনি আরও বলেন, যেমনভাবে দেশে প্রার্থী বা তাদের পক্ষ থেকে ভোট চাইতে ঘরে ঘরে যাওয়া হয়, তেমনভাবেই প্রবাসীদের সঙ্গেও যোগাযোগ রাখতে হবে। অনেকের এনআইডি তৈরি করে দিতে হবে।
তারেক রহমান জানান, বর্তমানে প্রবাসে প্রায় ৫০ লাখ ভোটার আছেন। দেশে রয়েছে সাড়ে ১২ কোটি। প্রবাসীদের অন্তর্ভুক্ত করা গেলে মোট ভোটার সংখ্যা দাঁড়াবে প্রায় ১৩ কোটি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবাইকে নিয়ম বুঝে সঠিকভাবে কাজ করতে হবে।
সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, মহিলা দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মমতাজ আলোসহ যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা উপস্থিত ছিলেন এবং তারা এ কাজে অঙ্গীকার ব্যক্ত করেন।