এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর লড়াই শেষে ৫ উইকেটে জয় তুলে নিলো ভারত। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১০ রান, যা তিলক ভার্মার ব্যাটিং দক্ষতায় সম্ভব হলো। এ জয়ের সঙ্গে ভারতের নবমবারের মতো এশিয়া কাপ শিরোপা ঘরে তুলে নেওয়ার ইতিহাস গড়ল মেন ইন ব্লু।
জয়ের লক্ষ্যে ১৪৭ রান ব্যাট করতে নেমে শুরুতে পাকিস্তানি বোলাররা ভারতীয় ব্যাটারদের চাপে ফেলেন। মাত্র ২০ রানে ফিরিয়ে দেওয়া হয় অভিষেক শর্মা, শুভমান গিল ও সূর্যকুমার যাদবকে। এরপর ধুঁকতে থাকা ভারতের জন্য তিলক ভার্মা এবং সাঞ্জু স্যামসন ধ্রুবক সহায়তা হিসেবে দায়িত্ব নেন। এই দুই ব্যাটারের ৫৭ রানের জুটি ভারতের জয়ের স্বপ্নকে ফেরার দিশা দেখায়। সাঞ্জু স্যামসন ২১ বলে ২৪ রান করে আউট হলেও ভারতের জন্য মূল পথ তৈরি হয়।
এরপর জুটি বাঁধেন তিলক ভার্মা ও শিবাম দুবে, যারা ৬০ রানের অমোঘ জুটি গড়ে। শেষ পর্যন্ত শিবাম দুবে ২২ বলে ৩৩ রান করে আউট হলে তিলক ভার্মা এবং রিঙ্কু সিং দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করেন। তিলক ভার্মা অপরাজিত থাকেন ৫৩ বলে ৬৯ রান সংগ্রহ করে, যা ভারতের জয়ের মূল ভিত্তি। অপরাজিত রিঙ্কু সিং শেষ বাউন্ডারি মারেন এবং ভারতের জয় নিশ্চিত করেন।
এই জয়ে ভারত দুই বল বাকি থাকতে ম্যাচ জয় এবং শিরোপা নিশ্চিত করে, পুনরায় এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট নিজের নামে করে নিল।