Ridge Bangla

সয়াবিন তেলের নতুন দাম কার্যকর আজ থেকে

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে সয়াবিন তেলের নতুন মূল্য বাজারে কার্যকর হয়েছে। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা, আর খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা বেড়ে হয়েছে ১৬৯ টাকা। পাঁচ লিটারের বোতলের দাম দাঁড়িয়েছে ৯২২ টাকা।

সচিবালয়ে আয়োজিত এক পর্যালোচনা সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, আজ থেকেই নতুন মূল্য কার্যকর হচ্ছে। খোলা পাম তেলের দামও নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৬৯ টাকা।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন তেলের দাম বাড়ানোর প্রস্তাব করলেও সরকারিভাবে সিদ্ধান্ত না আসায় তা কার্যকর হয়নি। সর্বশেষ গত বছরের ৯ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। পুনরায় এ মূল্য বৃদ্ধি ভোক্তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

আরো পড়ুন