রাজধানী ঢাকা, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা ও সিলেট অঞ্চলে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে রাত ১টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত দমকা বা ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় নদীবন্দর ও আশপাশের এলাকায় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সতর্ক সংকেত বহাল থাকা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার নৌযান ও নদীবন্দরগুলোকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করতে হবে।