দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাঁচ বছর পর আবারও বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারা। সফরের প্রথম দিন ঢাকায় রাতযাপন শেষে বুধবার সকালে সিলেটের উদ্দেশে রওনা দেবে সফরকারী দল।
সর্বশেষ ২০২০ সালে বাংলাদেশে একটি টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে। সেবার ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছিল ক্রেইগ আরভাইনের দল। এবার সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২০ এপ্রিল। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
এরই মধ্যে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে ১৩ এপ্রিল থেকে। প্রথম দিন ৮ জন ক্রিকেটার অংশ নেন অনুশীলনে, পরদিন পুরো স্কোয়াড ক্যাম্পে যোগ দেন। প্রধান কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে পুরো কোচিং স্টাফ ক্যাম্পে অংশ নিচ্ছেন।
বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।
জিম্বাবুয়ে স্কোয়াড:
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাদাফজোয়া টিসিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।