Ridge Bangla

ছয় নায়িকার নায়ক হলেন নিলয়

বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ইউটিউব কেন্দ্রিক নাটকে নিয়মিতভাবে কাজ করছেন। এর আগে একাধিক নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেও নিলয়-হিমি জুটিই দর্শকের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। এবার তিনি হাজির হচ্ছেন এক অভিনব ধারার নাটকে, যেখানে তার বিপরীতে থাকছেন ছয়জন নায়িকা।

নিলয় ‘সুইট প্রেমিক’ শিরোনামের নাটকে কাজ করছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, শান্তি রহমান, অর্পা, স্নেহা, অরিন ও অন্বেষা। ফরিদুল ইসলাম নির্জনের গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন মিতুল খান। এটি নিলয়ের জন্য নতুন অভিজ্ঞতা, কারণ একসঙ্গে ছয় নায়িকার সঙ্গে কাজ করা তার প্রথমবার।

নাটকের চরিত্রও বেশ ভিন্নধর্মী। নিলয় জানান, প্রথমে তিনি দ্বিধা প্রকাশ করেছিলেন। তিনি ভাবতেন, ক্যারিয়ারের এই পর্যায়ে এমন একটি চরিত্রে অভিনয় করা চ্যালেঞ্জিং—ছয়জন নায়িকার সঙ্গে প্রেমের দৃশ্য সম্পূর্ণ করা কঠিন হবে। কিন্তু পরে স্ক্রিপ্টটি পড়ার পর তিনি বিষয়টিকে আরও আকর্ষণীয় মনে করেন। শুটিংয়ের অভিজ্ঞতাও তার জন্য নতুন ও রোমাঞ্চকর ছিল।

নিলয় বলেন, “প্রথমে ভেবেছিলাম এই চরিত্রে কাজ করা কঠিন হবে। ছয়জন নায়িকার সঙ্গে অভিনয়! কিন্তু শুটিং ও অভিজ্ঞতা শেষে মনে হলো, এটি দারুণ কিছু হয়েছে। দর্শকরা নাটকটি উপভোগ করবেন। নতুন ধরনের চরিত্র ও গল্পে কাজ করা সত্যিই মজা হয়েছে।”

নাটকটি মুক্তির পর দর্শকরা নিলয়ের নতুন রূপ এবং ছয় নায়িকার সঙ্গে তার রসায়ন কেমন প্রতিক্রিয়া দেয়, তা নিয়েই এখন উত্তেজনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২০

আরো পড়ুন