জন আব্রাহামের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ফোর্স’ এবার ফিরছে নতুন দিকনির্দেশনায়। পরিচালক হিসেবে থাকছেন ভর ধুলিয়া। ছবির নারী চরিত্রে চূড়ান্ত হয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী চৌধুরী। এর মাধ্যমে তিনি পূর্ণাঙ্গভাবে হিন্দি সিনেমায় অভিষেক করতে যাচ্ছেন।
মীনাক্ষী আগে গট, গুন্টুর কারাম, হিট ২, লাকি ভাস্কার ও সংক্রান্তি বাস্তুনাম ছবিতে অভিনয় করেছেন। ‘ফোর্স ৩’-এ তিনি জন আব্রাহামের সঙ্গে সমানতালে অ্যাকশন দৃশ্যে অংশ নেবেন। চরিত্রের প্রস্তুতির জন্য আগামী কয়েক মাস ধরে তাকে একাধিক অ্যাকশন ওয়ার্কশপে অংশ নিতে হবে।
চলতি বছরের অক্টোবরের শেষ দিকে জন রোহিত শেঠির সঙ্গে রাখেশ মারিয়া বায়োপিকের কাজ শেষ করবেন। এরপরই ‘ফোর্স ৩’-এর শুটিং শুরু হবে। নভেম্বর ২০২৫ থেকে ক্যামেরার সামনে দাঁড়াবে পুরো টিম। ছবিটি ২০২৬ সালের প্রথম দিকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
জন আব্রাহাম ‘ফোর্স ৩’-এর স্বত্ব বিপুল শাহ থেকে কিনে নেন। এরপর তিনি ছবিটিকে মূল ধারায় ফিরিয়ে আনতে মনোনিবেশ করেছেন এবং দেশীয় সংঘাতকে কেন্দ্র করে গল্প সাজাচ্ছেন। জন ও ভর ধুলিয়ার ঘনিষ্ঠ সহযোগিতায় চলছে চিত্রনাট্যের কাজ।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সিক্যুয়েলে থাকবে ভিন্ন স্বাদের গল্প, যেখানে অ্যাকশন ও উত্তেজনা একসঙ্গে উপভোগ করা যাবে। ‘ফোর্স ৩’ দর্শকদের জন্য থাকবে তানটান অ্যাকশন এবং হৃদয়স্পর্শী নাট্যরসের সমন্বয়, যা ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য এক আকর্ষণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে।