Ridge Bangla

ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের (৭৯৩) দুটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর আবারও ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ভোররাতে ভাঙ্গুড়া স্টেশনের সিগন্যাল অনুযায়ী লুপ লাইনে দাঁড়ায়, যাতে অপর একটি ঢাকাগামী ট্রেনকে মূল লাইনে চলাচলের সুযোগ দেওয়া যায়। সেই ট্রেনটি চলে যাওয়ার পর পুনরায় মূল লাইনে উঠতে গেলে হঠাৎ ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।

পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর সকাল সোয়া ৯টার দিকে লাইনচ্যুত বগি সরিয়ে ফেলা হয় এবং স্বাভাবিক চলাচল শুরু হয়।

ভাঙ্গুড়া স্টেশনের স্টেশন মাস্টার মো. আরিফুল ইসলাম বলেন, সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে ট্রেন চালানোর চেষ্টা করায় এ দুর্ঘটনা ঘটে। তবে দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো হওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক, ট্রেন চলাচলে আর কোনো বাধা নেই।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন